হাসিনার সম্পদ জুলাই যোদ্ধাদের মাঝে বিলিয়ে দেওয়ার দাবি

আওয়ামী লীগসহ তাদের দোসরদের সম্পূর্ণ বিলুপ্ত ঘোষনা করা হউক । এছাড়া হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের মাঝে বিলিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কর্নেল (অব) হাসিনুর রহমান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হাইকোর্ট মাজার গেইটের সামনে খুনী হাসিনার রায়ের দিন ঘোষনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এ জরুরী সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন আগামী ১৭ নভেম্বর (সোমবার) নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাইকোর্টের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন মঞ্চ-২৪’র
মঞ্চ–২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকীর সভাপতিত্ব সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কর্নেল (অব) হাসিনুর রহমান,লে কর্নেল (অব:) ফেরদৌস আজিজ,শহীদ মেজর বজলুল হুদার বড় ভাই ডিউক হুদাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মলনে লে: কর্নেল (অব) হাসিনুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন,আইসিটিকে ধন্যবাদ জানাই মাত্র ৯৬ ঘন্টা পর খুনি হাসিনার রায় হবে। আমাদের দাবি এই রায় হবে হাসিনার ফাঁসি। আমরা চাই আওয়ামীলীগসহ তাদের দোসরদের সম্পূর্ণ বিলুপ্ত ঘোষনা করা হউক । এছাড়া হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের মাঝে বিলিয়ে দেওয়ার দাবি জানান এই সেনা কর্মকর্তা।
লে কর্নেল (অব:) ফেরদৌস আজিজ বলেন,আমরা জানতে পেরেছি আগামী সোমবার (১৭ তারিখ) রায়ের দিন ঘোষনা হয়েছে।আমরা সাধুবাদ জানাই আইসিটিকে এই তারিখ ঘোষনা করার জন্য।আমরা আশা করবো খুনি হাসিনার দৃষ্টান্তমূলক সাজা হয়।হাসিনার যতগুলো মামলা আছে প্রতিটা মামলার রায় ফাসি চাই। আইসিটি তার নিরপেক্ষ ও বলিষ্ট ভুমিকা রাখবে এটা দেশের জনগণের চাওয়া। দেশের সকল মানুষের আইসিটির উপর আত্মবিশ্বাস রয়েছে। আমরা চাই জুলাই গণহত্যা,শাপলা চত্বর গণগহত্যা, পিলখানা গণহত্যাসহ সকল বিচারের রায় আইসিটি উপর দেওয়া হউক। আমরা এই গণহত্যার দ্রুত বিচার দাবি করছি।
শহীদ মেজর বজলুল হুদার বড় ভাই ডিউক হুদা বলেন, বিচারের রায় যত দেরি হচ্ছে আওয়ামীলীগসহ তার দোসররা দেশে আগুন সন্ত্রাস করে অরাজকতা সৃষ্টি করছে।আমরা আশা করবো কোন ভাবেই যেন রায়ের তারিখ পেছানো না হয়। হাসিনা যে খুন হত্যাকান্ড করেছেন ১০০০ বার ফাসি দিলে দিলেও এদেশের মানুষের আত্মা শান্তি পাবেন না। আমরা দ্রুত সময়ের মধ্যে তার ফাঁসি চাই।
জন-জোটের বিপ্লবী মঞ্চের আহবায়ক মিয়াজী বলেন,আমরা আশা করেছিলাম সে হাসিনা যে হত্যা, অন্যায় অপরাধ করেছে তার বিচার রায় দ্রুত হবে।তারপর ও ১৭ তারিখ ঘোষনা দেওয়াতে আমরা আইসিটির উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। “জুলাই ২৫-এ ১,৪০০ প্রাণ শহীদ হয়েছে। ৩০ হাজার মানুষ আহত হয়েছে—কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, অনেকে পঙ্গুত্বের সাথে জীবনযাপন করছে। তাই আওয়ামী লীগেসহ সহযোগীদের সম্পূর্ণ বিলুপ্তি ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের সহকারী ও সহযোগী সংগঠনগুলোও এ দেশের মাটিতে থাকার কেন যোগ্যতা নাই।
ভিওডি বাংলা/ এমএইচ





