• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুইশো- একশো টাকার জন্য গাড়িতে আগুন দিও না, আপু আসবে না

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

১২ দলীয় জোটের শীর্ষ নেতাও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান  খুনি সৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী টোকাইদের উদ্দেশ্য করে বলেছেন, দুইশো- একশো টাকার জন্য গাড়িতে আগুন দিও না,মানুষ মেরো না  তোমাদের আপা আসবে না । 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে দেশ নিয়ে ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে তাদের পরিনতি ভালো  হবে না। এসব জেনেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। জনগণের প্রচেষ্টায় সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। জনগণের ভোটাধিকার যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের রুখে দেবে।ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আওয়ামী লীগ তাদের ১৫ বছরের শাসনামলে দেশে অংশগ্রহণমূলক ও অর্থবহ কোনো নির্বাচন হতে দেয়নি। নির্বাচনের নামে প্রহসন আয়োজন করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সেই সঙ্গে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাও এই সময়ে নিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। সব মিলিয়ে দীর্ঘ দেড় দশক ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ভুলুণ্ঠিত হয়েছে। 

ফারুক বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। দেড় বছর ধরে একটি অনির্বাচিত ও জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটবিহীন সরকার দেশ পরিচালনা করছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের প্রধান কর্তব্য ছিল যত দ্রুত সম্ভব আশু প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অর্থাৎ দেশকে পুনরায় কাক্সিক্ষত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে প্রক্রিয়া শুরু করা। কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া অগ্রসর করতেই দেড় বছর কাটিয়ে দিয়েছে তারা। যদিও তার আগেই সরকার প্রধান ঘোষণা করেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু বার বার এমন ঘোষণা দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচনটা হবে কিনা- সব মহলেই তা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে। 

তিনি বলেন, এর মধ্যেই আবার জুলাই সনদ ঘিরে সরকার ও কোন কোন মহলের অবস্থান ও তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ নিয়ে সংশয় সৃষ্টি করেছে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জুলাই আন্দোলনে সম্পৃক্ত সকল রাজনৈতিক দল রাষ্ট্র ও সংবিধানের বেশ কিছু বিধান সংস্কার একমত হয়েছে। আবার অনেক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে । এক্ষেত্রে যেসব প্রশ্নে কোন রাজনৈতিক দল আপত্তি করেনি সেগুলোকেই ‘ঐকমত্য’ ধরে নিতে হবে। কিন্তু তা না করে ঐকমত্য কমিশনের সব সিদ্ধান্তকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

তিনি বলেন, শুধু তাই নয়, এখন আবার একটি পক্ষ জাতীয় নির্বাচনের আগেই ‘সাংবিধানিক আদেশ’ জারি এবং গণভোট আয়োজনের মাধ্যমে তা কার্যকর করার আবদার করছে। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো যেসকল বিষয়ে সর্বসম্মত হতে পারেনি, সে বিষয়ে ‘সাংবিধানিক আদেশ’ জারি ও গণভোট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর গণভোট কিংবা সাংবিধানিক আদেশ জারির কোনো এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই। ফলে গায়ের জোরে গণভোট আয়োজন এবং অতীতের মতোই নীলনকশার মাধ্যমে ‘হ্যা’ ভোটকে জিতিয়ে দেয়ার আয়োজন করা হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সকল প্রক্রিয়া ও প্রত্যাশাকে বিনষ্ট করবে। 

এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তা সম্পন্ন করে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করাই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র আমরা কঠোর হস্তে দমন করব।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে  নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকন,ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, সমবায় দলের নেতা শাহ আলম বাবলু,  ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির  সভাপতি মাইদুল ইসলাম আসাদ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নারায়ণগন্জ জেলা সভাপতি আলম সর্দার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতা সোয়েব আহমেদ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় আহত ১১
রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় আহত ১১
মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার
মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার
গৌরীপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
গৌরীপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা