• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৪০০ বার হাসিনার ফাঁসির দাবি ‘জনজোট বিপ্লবী মঞ্চের

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের  বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ করছে ‘জনজোট বিপ্লবী মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম। এসময় সংগঠনটি শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি এবং আওয়ামী লীগসহ সহযোগী দলকে বিলুপ্তির ঘোষনার দাবি জানান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)সকাল ১১টার দিকে মিছিল নিয়ে হাইকোর্টের সামনের সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান। এসময় ‘লীগ ধর, জেলে ভর’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই’—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। 

বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনা দীর্ঘ সময়, প্রায় ১৪০০ মানুষকে হত্যা করেছে। প্রতিটি খুনের পরিবর্তে যদি একবার ফাঁসি হয়, সেই অনুসারে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত, শেখ হাসিনাসহ যেসব লোক গণহত্যার সঙ্গে জড়িত, আজকের মধ্যেই তাদের ফাঁসির রায় ঘোষণা করতে হবে। আমরা ফাঁসির রায়ের দাবিতে এখানে সারাদিন অবস্থান করব।

শহীদ বজলুল হুদার ভাই ডিউক হুদা বলেন, যে ফ্যাসিস্ট হাসিনার  হুকুমে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে।  আজকেই রায় ঘোষনা করে  খুনি হাসিনাকে জনসম্মুখ ফাসির কার্যকর করা হউক।

বক্তারা বলেন, যদি আজই (১৩ নভেম্বর) ফাঁসির রায় না দেওয়া হয়, তারা সারাদিন হাইকোর্টের সামনে অবস্থান করে ফাঁসির রায় আদায়ের চেষ্টা চালিয়ে যাবে। 

বিক্ষোভ  সমাবেশে অংশ নেওয়া তৌহিদ বলেন, “জুলাই ২৫-এ ১,৪০০ প্রাণ শহীদ হয়েছে। ৩০ হাজার মানুষ আহত হয়েছে—কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, অনেকে পঙ্গুত্বের সাথে জীবনযাপন করছে। তাই আওয়ামী লীগের সম্পূর্ণ বিলুপ্তি ঘোষণা করতে হবে।” তারা আরও দাবি করেন যে, আওয়ামী লীগের সহকারী ও সহযোগী সংগঠনগুলোও দেশের মাটিতে থাকার যোগ্য নয়।

বিক্ষোভকারীরা হাইকোর্টের সামনেই কয়েকটি স্পেসিফিক দাবি তুলে ধরে—প্রধান দাবি ছিল শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে তারা গণহত্যার অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে আজকের মধ্যেই ফাঁসির রায় ঘোষণা করা। তারা বলেন, ফাঁসি না দিলে তারা  অবস্থান চালিয়ে যাবেন এবং এখান থেকে ফাঁসি আদায় করেই ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মিরপুরে বাসে আগুন
এবার মিরপুরে বাসে আগুন
বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত
বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত
রাজধানীসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
রাজধানীসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন