• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহের গৌরীপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন পান। এ নিয়ে মনোনয়ন না পাওয়া আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এই মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর ইকবাল হোসাইন ও হিরণপন্থি কর্মীদের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পৌর শহরের উত্তর বাজার এলাকায় জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ব্যবসা প্রতিষ্ঠান ‘সাদিয়া এন্টারপ্রাইজ’-এ হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, “আমার সঙ্গে হিরণ ভাই বা তার অনুসারীদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। শুধু বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে সমর্থন করায় আমার দোকানে হামলা ও লুটপাট চালানো হয়েছে। আমি এর ন্যায্য বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় আহত ১১
রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় আহত ১১
মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার
মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন