গভীর রাতে কটিয়াদীতে আ.লীগের মশাল মিছিল, আটক ১

ঢাকা লকডাউনের সমর্থনে গভীর রাতে কিশোরগঞ্জে কটিয়াদীতে কার্যকর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে মো. কালা মিয়া (৫০) নামের এক ওয়ার্ড আ'লীগের সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত . কালা মিয়া লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি ৭ নং ওয়ার্ড আ'লীগের সদস্য।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার লোহাজুরী ইউনিয়নে এই মশাল মিছিল করে তারা৷ এতে বেশকিছু আওয়ামী লীগের সমর্থক অংশ নিয়ে নানান স্লোগান দেন৷ পরে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিভিন্ন আইডিতে পোস্ট করেন তাঁরা।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাতেই মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কালা মিয়াকে আটক করে পুলিশ।
কটিয়াদী মডেল থানার এসআই সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই মশাল মিছিলে অংশগ্রহণকারী একজনকে আটক করেছে৷ এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে৷ আটক ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷
ভিওডি বাংলা/ এমএইচ







