• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি-সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি এই আদেশে স্বাক্ষর করেন। এই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে।

এদিকে, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করছে।

এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপরিবহন চলাচল স্বাভাবিক, দূরপাল্লায় যাত্রী সংকট
গণপরিবহন চলাচল স্বাভাবিক, দূরপাল্লায় যাত্রী সংকট
হাসিনার সম্পদ জুলাই যোদ্ধাদের মাঝে বিলিয়ে দেওয়ার দাবি
হাসিনার সম্পদ জুলাই যোদ্ধাদের মাঝে বিলিয়ে দেওয়ার দাবি
শিশুরা নতুন কুঁড়িতে নিজেদের আবিষ্কারের সুযোগ পেয়েছে: প্রধান উপদেষ্টা
শিশুরা নতুন কুঁড়িতে নিজেদের আবিষ্কারের সুযোগ পেয়েছে: প্রধান উপদেষ্টা