টপ নিউজ
বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক
ভিওডি বাংলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পি.এম.

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। ছবি-সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। ইতিমধ্যে তার কাছের মানুষদের কাছে হ্যাককৃত নম্বর থেকে টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন থেকে বিএনপির মনোনীত ধানের শষের প্রার্থী।
জানতে চাইলে হাবিবুর রহমান হাবিব জানান, আমার ব্যবহার করা মোবাইলে হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক করা হয়েছে। তাই সবাইকে কোনো প্রকার আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো অনৈতিক ও অনিয়মে না জড়ানোর জন্য অনুরোধ করছি।
ভিওডি বাংলা/ এমএম





