প্রিয়াঙ্কা চোপড়া নতুন লুকে মন্দাকিনী

বলিউড এবং হলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় চলচ্চিত্রে ফিরেছেন। দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক এস.এস. রাজামৌলির নতুন ছবিতে ‘গ্লোবট্রটার’-এ তিনি ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন।
১২ নভেম্বর প্রকাশিত প্রথম পোস্টারে প্রিয়াঙ্কাকে হলুদ শাড়ি পরে এক হাতে বন্দুক ধরতে দেখা গেছে। পোস্টারের ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, “যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।”

প্রিয়াঙ্কা পোস্টার উন্মোচনের কয়েক ঘণ্টা আগে X (সাবেক টুইটার)-এ ‘#AskPCJ’ সেশন আয়োজন করেন। সেখানে তিনি ‘গ্লোবট্রটার’ এবং তেলুগু ভাষা শেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
পরিচালক এস.এস. রাজামৌলি প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। স্বাগতম, দেশি গার্ল! দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।”
প্রথম ঝলক প্রকাশের পর থেকেই বলিউড ও হলিউডের তারকা এবং ভক্তদের প্রশংসা চলছেই। স্বামী নিক জোনাস লিখেছেন, “অসাধারণ!”, আর রণবীর সিং মন্তব্য করেছেন, “খুব কুল।”
ভিওডি বাংলা/জা







