গাজার স্থায়ী শান্তির দাবি তুরস্কের

গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিতে স্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে তুরস্ক। আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে।
সাম্প্রতিক যুদ্ধবিরতিতে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, ইসরায়েল প্রস্তাবিত বাহিনীতে যোগদানের বিষয়ে আপত্তি জানিয়েছে। তুরস্ক তার ইচ্ছা প্রকাশ করেছে এই বাহিনীতে অংশগ্রহণের।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার ত্রাণ ও সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সিভিল-মিলিটারি সমন্বয় কেন্দ্রের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক, ইসরায়েলের সমালোচক হিসেবে দুবছরের বেশি সময় ধরে গাজায় চলা আগ্রাসনের জন্য নেতানিয়াহু সরকারের নিন্দা জানিয়ে আসছে।
ভিওডি বাংলা/জা







