• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনকে ঘিরে পাহাড়ে নানা ষড়যন্ত্র হচ্ছে : ওয়াদুদ ভুঁইয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
বিএনপির সহ-কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া। ছবি: ভিওডি বাংলা

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া বলেন ফ্যাসিস্ট হাসিনা ও ৭১-এর পরাজিত শক্তির উত্থান ঠেকাতে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নেমে পড়ার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুস ফ্রেব্রুয়ারীতে নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১৩নভেম্বর) বিকাল ৪টা খাগড়াছড়ি জেলার প্রবেশ উপজেলা মানিকছড়ির,গাড়ীটানা, তিনটহরী, মহামুনি, গচ্ছাবিল পথ সভায় তিনি এই কথা বলেন।

খাগড়াছড়ি জেলায় প্রবেশকালে মানিকছড়ি,লক্ষীছড়ি,রামগড়,গুইমারার সকল বিএনপির নেতাকর্মী স্লোগানে-স্লোগানে নির্বাচন মুখী ধানের শীষে ভোট জান দোয়া চান। 

প্রধান অতিথি বলেন,স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের কারনে মানিকছড়ি উপজেলা আমি আসতে পারি নাই। আজ আপনাদের কাছে আসতে পেরে আমি মানিকছড়ি উপজেলা বাসীর কাছে  কৃতজ্ঞতা  প্রকাশ করছি।

তিনি আরো বলেন পাহাড় নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আঞ্চলিক সংগঠন ইউপিডি এফ নিজেরা তাদের প্রভাব বিস্তার ঘটাতে স্বাস্থীয় উপজাতিদের কোনঠাসা করছে। অন্য দিকে সংসদ নির্ববাচনকে সামনে রেখে ইসলামের বিভিন্ন অপবেক্ষা করে জামায়াত বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে হেবেস্ত শিয়র। সংসদ নির্বাচনকে সামনে রেখে  এই ভাবে নানা ষড়যন্ত্র চলছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর সে স্বাধীনতা বিরোধ শক্তি নতুন গল্প নিয়ে মাঠে নেমেছে।

পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মীর হোসেন, লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া মিঠু,  গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
গভীর রাতে কটিয়াদীতে আ.লীগের মশাল মিছিল, আটক ১
গভীর রাতে কটিয়াদীতে আ.লীগের মশাল মিছিল, আটক ১
রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় আহত ১১
রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় আহত ১১