দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান

দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল। সংগঠনটির নেতা সামিউল ইসলাম আকাশের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
সামিউল ইসলাম আকাশ বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বা সহিংসতা আমরা মেনে নেব না।’
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসে শান্তি ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। তারা জানান, শেকৃবি ছাত্রদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করবে এবং যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের নেতাকর্মীরা অংশ নেন। তারা ঐক্যবদ্ধভাবে দেশ ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/ এমএম





