• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থান নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল। সংগঠনটির নেতা সামিউল ইসলাম আকাশের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

সামিউল ইসলাম আকাশ বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বা সহিংসতা আমরা মেনে নেব না।’

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসে শান্তি ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। তারা জানান, শেকৃবি ছাত্রদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করবে এবং যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের নেতাকর্মীরা অংশ নেন। তারা ঐক্যবদ্ধভাবে দেশ ও গণতন্ত্রের পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে রিয়াজুল
জকসু নির্বাচন ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে রিয়াজুল
জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ
জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ