কুড়িগ্রামের ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ইন্দ্রগড় হাই স্কুল প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে কমিউনিটি ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইন্দ্রগড় হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহির উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কচাকাটা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুর রব, কচাকাটা ইউনিয়নের ইউপি সদস্য মোছাঃ কাছিরন বেগম। আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন সিএফ বল্লভের খাস ইউনিয়ন, মোঃ হান্নান আলী সিএফ বেরুবাড়ী ইউনিয়ন ও মোছাঃ হাছিনা বেগম সিএফ নারায়ণপুর ইউনিয়ন। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ এমএইচ







