• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াইলে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দের কুবাদীয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দের কুবাদীয়া খালের পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহটি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। 

মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর
সাধনপুরকে হারিয়ে বাণীগ্রাম চ্যাম্পিয়ন
সাধনপুরকে হারিয়ে বাণীগ্রাম চ্যাম্পিয়ন
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা