• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেশিশক্তির প্রভাব খাটিয়েই বাংলাদেশে রাজনীতি করা হচ্ছে: সামান্তা

   ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২১ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা থেকে রাজনীতিবিদরা বিচ্ছিন্ন। এখন পর্যন্ত আমরা কোনো নতুন ধরনের রাজনীতি আনতে পারিনি। সবগুলো দলই আগের ধরনের রাজনীতিই করছে। আমরা দেখতে পাচ্ছি অর্থ, অস্ত্র, বিত্ত ও পেশিশক্তির প্রভাব খাটিয়েই বাংলাদেশে রাজনীতি করা হচ্ছে। এখানে সিভিল সোসাইটির ওপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়, সিভিল সোসাইটিও পাল্টা প্রেশার ক্রিয়েট করে। এটার মধ্য দিয়ে যে জিতবে, সেই তৎক্ষণাৎ জয়ী। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক বৈঠকে তিনি এ কথা বলেন। 

সামান্তা বলেন, আমরা চেয়েছিলাম ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে টেনে বের করতে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হওয়ার কথা ছিল। আমরা দেখতে পাচ্ছি, ভারত ও পাকিস্তানের টানাটানির মধ্যে বাংলাদেশ আবারও নিমজ্জিত হচ্ছে। 

আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে উল্লেখ করে এনসিপির এই নারী নেত্রী বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করছে বা করার চেষ্টা করছে। আমরা মাঠে নেমে সেটি প্রতিহত করার চেষ্টা করছি। একদিকে আমরা মিছিল-মিটিং প্রতিহত করার চেষ্টা করছি, অন্যদিকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়েই আমরা জুলাই সনদ স্বাক্ষর করাছি। আমরা একটা দিকেই বারবার ধাবিত হচ্ছি এবং জনগণের সাথে মোটাদাগে প্রতারণা করার চেষ্টা করছি, এটির ভবিষ্যৎ কী দাঁড়াচ্ছে?

তিনি বলেন, এখানে মূল প্রসঙ্গ জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য কার জন্য? এটা আপনার-আমার স্বার্থের বিষয় না, দলগুলোর স্বার্থের বিষয় না এটা জনগণের স্বার্থের বিষয়। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা যেমন এনসিপিকে দিতে হবে, তেমনি বিএনপি-জামায়াতসহ সব দলকে দিতে হবে। এই দ্বিদলীয় স্বার্থের টানাটানির মধ্যে আমরা আর বাংলাদেশকে পড়তে দিতে পারি না। জুলাই সনদে রাষ্ট্রপতির সাইন করার যে ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদি অচলাবস্থা এনে দেবে। 

বৈঠকে সবাইকে জাতীয় ঐক্যের প্রতি সমর্থন ও সেই অনুযায়ী কাজ আহ্বান জানান সামান্তা শারমিন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের
মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের
আমরা সত্যই দুর্ভাগ্য জাতি :ফখরুল
আমরা সত্যই দুর্ভাগ্য জাতি :ফখরুল
শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার প্রচেষ্টা চালাচ্ছে : নাসীরুদ্দীন
শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার প্রচেষ্টা চালাচ্ছে : নাসীরুদ্দীন