• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হামজা ভারত ম্যাচে খেলতে পারবেন তো?

স্পোর্টস ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৫, ১২:২০ পি.এম.
হামজা চৌধুরী -ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিশ্রুতিশীল তারকা হামজা চৌধুরী নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত খেলা দেখিয়েছেন। প্রথমার্ধে দলের হারের পর, দ্বিতীয়ার্ধে তিনি বাইসাইকেল কিক ও পেনাল্টি থেকে গোল করে লাল-সবুজ দলের জন্য লিড এনে দিয়েছেন।

পরে পেনাল্টি থেকে আরেকবার জাল কাঁপান তিনি। তাতে কয়েক মিনিটের ব্যবধানে লিডটাও পেয়ে যায় লাল-সবুজের দল। যদিও অতিরিক্ত সময়ে গোল হজম করে হতাশার সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে। 

১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচটির ৮০ মিনিটে হামজাকে উঠিয়ে নেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এদিন হামজা ও জায়ান আহমেদ মাঠে হালকা চোট পেয়েছিলেন। মাঠ থেকে উঠে যাওয়ার পর ডাগ আউটে আইস ব্যাগ ছিল তাদের পায়ে। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মনে শঙ্কা জাগে হামজা ভারত ম্যাচে খেলতে পারবেন তো? একই প্রশ্ন জায়ানকে নিয়েও। 

তবে দুশ্চিন্তার কারণ হবে না বলে বিশ্বাস বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাদের আঘাত গুরুতর কিছু নয়, স্বাভাবিক রয়েছে। ভারত ম্যাচ না খেলার মতো বিষয় নেই, তারা খেলবে।’

এদিকে, শেষ মুহূর্তে হামজাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার ফায়দা লুটেছে নেপাল, ম্যাচ শেষে এটা স্বীকার করে নিলেন দলটির কোচও। কোচ হড়ি খাড়কা বলেন,‘হামজা পুরো ম্যাচ (বাকি সময়) আক্রমণভাগে থাকলে আমাদের জন্য কষ্ট হতো। সে না থাকায় আমাদের সুবিধা হয়েছে।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে হামজা লিখেছেন, ‘শেষমুহূর্তের (গোলে) আরেকটি হতাশার রাত, ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ, চলুন একসঙ্গে থাকি! একইসঙ্গে (আসন্ন) বড় ম্যাচের জন্য প্রস্তুত হই এবং সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

প্রসঙ্গত, চলতি বছর হামজা প্রথমবার ভারতের শিলংয়ে জাতীয় দলের জার্সিতে খেলেছেন, ভুটানের বিপক্ষে প্রথম গোল করেন এবং হংকং ম্যাচে অসাধারণ ফ্রি কিক গোল করেছেন। নেপালের বিপক্ষে জোড়া গোলের সঙ্গে তার গোল সংখ্যা এখন ৪, ম্যাচ সংখ্যা ৫।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন কি?
মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন কি?
টাকার চাইতে দেশের ভালোবাসাই বড়: হামজা চৌধুরী
টাকার চাইতে দেশের ভালোবাসাই বড়: হামজা চৌধুরী
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ