• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পটুয়াখালীর ঝাউতলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালী পৌর এলাকার ঝাউতলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুন ধরানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গভীর রাতে কেউ এসে স্মৃতিস্তম্ভে আগুন ধরানোর চেষ্টা করেছে। সকালে এসে তারা দেখতে পান পোড়া দাগ এবং পেট্রোলের গন্ধ।

পটুয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা তোফাজ্জেল হোসেন বলেন, “এ ঘটনা জুলাই চেতনায় আঘাতের শামিল। আশা করি, পুলিশ দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে। প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে।”

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার জানান, স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, কেবল নিচের দিকে কিছু কালো দাগ লক্ষ্য করা গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দোষীদের চিহ্নিত করতে ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াইলে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
তাড়াইলে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা
বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা