• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে বিএনপি প্রার্থী স্বপন ফকিরের উঠান বৈঠকে ঐক্যের আহ্বান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:    ১৪ নভেম্বর ২০২৫, ০১:০৭ পি.এম.

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফকির মাহবুব আনামের পক্ষে গ্রামে গ্রামে চলছে উঠান বৈঠক। মধ্য রাত অবধি চলা অধিকাংশ নির্বাচনী ওইসব বৈঠকে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও এ আসন থেকে তৃতীয় বারের মতো দলীয় মনোনীত প্রার্থী স্বপন ফকির উপস্থিত থেকে বক্তৃতা করছেন। 

ধানের শীষের পক্ষে ভোট প্রত্যাশা এবং নির্বাচিত হলে এলাকার নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে তিনি বিএনপির আদর্শের জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করার আহবান করছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট প্রত্যাশার এই বৈঠকে ফকির মাহবুব আনাম স্বপন প্রধান অতিথি ছিলেন।

স্বপন ফকির বলেছেন, “বিএনপির নমিনেশন কারো হাতের মোয়া নয়, যে না পেয়ে রাস্তা আটকে কান্নাকাটি করলেই দল কাউকে নমিনেশন দিয়ে দেবে।” 

তিনি বলেন, “আমার নেতা আগামীর দেশনায়ক তারেক রহমান দীর্ঘ যাচাই-বাছাইয়ের মাধ্যমেই এবার প্রার্থী চূড়ান্ত করেছেন। কেউ কেউ মনোনয়ন না পেয়ে হতাশ হচ্ছেন, কিন্তু দলীয় শৃঙ্খলা রক্ষা করে কাজ করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম.এ রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ'সহ ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদক ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি জনগণের আশা-ভরসার নাম। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই পরিবর্তনের জোয়ার সৃষ্টি হবে। উঠান বৈঠকে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো পার্কিং করা পিকআপ
আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো পার্কিং করা পিকআপ
তাড়াইলে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
তাড়াইলে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত