• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোয়াখালী–৫:

ফখরুল ইসলামের মনোনয়ন নিয়ে অসন্তোষ ছড়াল

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালী–৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে ২শ’ থেকে আড়াই শতাধিক নেতা-কর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে মনোনয়ন বাতিলের দাবি জানান।

জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, “যিনি জনগণের সঙ্গে নেই, তাকে চাপিয়ে দেওয়া হলে দলকে ভুগতে হবে।” যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল জানান, “এই মনোনয়ন তৃণমূলের মতামতকে উপেক্ষা করেছে। আমরা এটি মানি না।”

সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন ও সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের বক্তব্য, বিতর্কিত মনোনয়ন দলকে ক্ষতির মুখে ফেলতে পারে, তাই গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব থাকা জরুরি।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নয়াপল্টন থেকে মিছিল বের করে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে শেষ করেন। তারা দলের উচ্চপর্যায়ের কাছে মনোনয়ন পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লকডাউন-অগ্নিসংযোগে নির্বাচনবিরোধী মহলের সম্পৃক্ততা জড়িত : হাবিব
লকডাউন-অগ্নিসংযোগে নির্বাচনবিরোধী মহলের সম্পৃক্ততা জড়িত : হাবিব
ধর্মের নামে রাজনীতি নারীর নিরাপত্তা হুমকিতে: সালাহউদ্দিন আহমেদ
ধর্মের নামে রাজনীতি নারীর নিরাপত্তা হুমকিতে: সালাহউদ্দিন আহমেদ
গণভোট-নির্বাচন একই দিন গুরুত্বহীন : ড. তাহের
গণভোট-নির্বাচন একই দিন গুরুত্বহীন : ড. তাহের