‘বিদেশে বসে এখনও ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা’

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা তার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন এবং তাদের মন্ত্রী-এমপি বানিয়েছিলেন।
এ্যানি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের অনেক নেতা পালাতে পারেনি, অনেকেই কারাগারে আছে। আর তিনি (শেখ হাসিনা) এখনও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন।”
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, “একজন বড় রাজনৈতিক দলের নেত্রীকে কেন দেশ ত্যাগ করতে হবে? ভালো কাজ না করে দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন, হামলা-নির্যাতনের রাজনীতি করায় মানুষ ক্ষুব্ধ হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ায় তিনি গণশত্রুতে পরিণত হয়েছেন।”
শেখ হাসিনার ‘বিচার’ শুরুর পর সরকারপক্ষের ঘোষিত লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, “১৭ নভেম্বর রায় ঘোষণার আগে লকডাউন দেওয়া হয়েছে। কিন্তু এতে সাধারণ মানুষের অংশগ্রহণ নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে জনসমাগম দেখানো হচ্ছে, যা বাস্তব নয়। তবে কিছু চোরাগোপ্তা হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।”
তিনি আরও বলেন, এক সময় শেখ হাসিনা বলেছিলেন—যারা বাসে বা গাড়িতে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেওয়া হবে। এ প্রসঙ্গে বক্তৃতাকালে উপস্থিত এক নারী উত্তরে বলেন, ‘তাহলে তাকেই আগুনে ফেলে দিতে হবে।’ এ্যানির দাবি, “এসব পরিস্থিতি দেশের বিরুদ্ধে বিদেশে বসে চালানো ষড়যন্ত্রের অংশ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ আরও অনেকে।
ভিওডি বাংলা/ আরিফ




