৫ ঘণ্টার কর্মঘণ্টা নারীদের ঘরে সীমাবদ্ধ করবে: সেলিমা

নারী সমাজকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়ার জন্য একটি দল ৫ ঘণ্টা কর্মঘণ্টার কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে এই মন্তব্য করেন।
তিনি বলেন, ৫ আগস্টের পরে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশা থাকলেও আজকে বাংলাদেশের নারী সমাজ আবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। উন্নয়নের কথা বলে গ্রামের নারীদের বিভ্রান্ত করার জন্য ছিনিমিনি খেলা হচ্ছে।
সকল নির্যাতনের বিরুদ্ধে নারীদেরকে সমস্বরে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সেলিমা রহমান।
শাহবাগের এই সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নিপুন রায় চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি উপস্থিত রয়েছে।
ভিওডি বাংলা/জা




