নবাবগঞ্জে ডাঃ জাহিদের উদ্যোগে ব্যতিক্রমী ফ্রী মেডিকেল ক্যাম্প

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ০৬ আসনের অধ্যাপক এ.জেড.এম. জাহিদ হোসেনের উদ্যোগে ব্যতিক্রমী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি (১৪ নভেম্বর) শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাতভর এই ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
ক্যাম্পে সাধারণ ও জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় ঔষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মেডিকেল টিমে থাকবেন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকরা—মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, হৃদরোগ, অর্থোপেডিক, চর্ম ও যৌন রোগ, ইউরোলজি সহ সকল বিভাগ থেকে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ০৬ আসনের ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার সাধারণ জনগন সেবা নিতে আসা রোগীরা এই ফ্রী মেডিকেল ক্যাম্পে তারা উৎসব মুখর পরিবেশে সেবা গ্রহণ করেছে এবং দিনভর এই কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছে।
সেবা নিতে আসা কুশদহ ইউনিয়ন থেকে আগত কুলসুমা বেগম জানান, আমরা গরীব অসহায় মানুষ একদিন কাজ না করলে খেতে পারিনা আর টাকার অভাবে নিজের চিকিৎসা ও ওষুধ নিতে পারিনা সরকারি হাসপাতালে গেলে ডাক্তার বলে ওষুধ নাই। আমার তো ওষুধ কেনারও টাকা নেই। এলাকায় শুনতে পেলাম এখানে আজ চিকিৎসা ও ওষুধ দিবে ভালো ডাক্তার আসবে তাই আসলাম ডাক্তারকে দেখে এখানে ফ্রী ঔষুধ পেয়ে আমি অনেক খুশি আমাদের গরীব অসহায় মানুষদের জন্য এমন সুযোগ সবসময় চালু রাখা দরকার।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা ও জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ /এম






