• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ'লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না, ব্যাখ্যা ইউনূসের

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫২ পি.এম.
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের মন্ত্রী জেনি চ্যাপম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক। ছবি: সংগৃহীত

দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত হওয়ার কারণে আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, “নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুসারেই ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে বিপুলসংখ্যক ভোটার উপস্থিত থাকবে।”

বিগত ১৬ বছরের স্বৈরশাসনে তিনটি কারচুপিপূর্ণ নির্বাচন হওয়ায় এবার প্রথমবারের মতো কোটি কোটি তরুণ ভোট দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জন্য নতুন সূচনা, যা গত বছরের গণ-অভ্যুত্থানে লাখো মানুষের প্রত্যাশা পূরণ করেছে।”

মন্ত্রী চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান এবং জাতীয় সংলাপ ও জুলাই সনদকে ঘিরে চলমান অগ্রগতির প্রশংসা করেন।

যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থা অপব্যবহার বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, অনিয়মিত অভিবাসন রোধে সহযোগিতা আরও জোরদার করতে হবে। এ বিষয়ে একমত পোষণ করে ড. ইউনূস বলেন, “নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার।”

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, “রোহিঙ্গা ক্যাম্পের তরুণদের জন্য শিক্ষা নিশ্চিত করা জরুরি, নইলে তারা আশা হারিয়ে বড় হচ্ছে।”

এছাড়া ঢাকা-লন্ডনের বাণিজ্য সম্প্রসারণ, সামুদ্রিক গবেষণার জন্য ব্রিটিশ জাহাজ ক্রয়, এবং বিমান পরিবহন সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী চ্যাপম্যান জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৯ জেলায় নতুন ডিসি
আরও ৯ জেলায় নতুন ডিসি
বিচারকের ছেলেকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বিচারকের ছেলেকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ঢাকা ওয়াসার নতুন এমডি আব্দুস সালাম ব্যাপারী
ঢাকা ওয়াসার নতুন এমডি আব্দুস সালাম ব্যাপারী