• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গৌরীপুরে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও সংসদে এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা শহীদ হারুণ পার্ক সংলগ্ন এলাকায় এ কর্মসূচি আয়োজন করে ময়মনসিংহ গৌরীপুর উপজেলার  ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা।   

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি বড় মসজিদের ইমাম হাফেজ মোস্তাকিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌরীপুর মডেল মসজিদের ইমাম মুফতি আসিকুর রহমান। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও তৌহিদী জনতা অংশ নেন।

বক্তারা বলেন, মুসলমানদের চির দুষমন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। 

তারা দাবি করেন, সরকার, উপদেষ্টা পরিষদ এবং আগামী জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে এ বিষয়টি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা উচিত।

অনুষ্ঠানে বক্তারা আগামীকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন।


ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোস্টাল ভোট নিবন্ধনে শীর্ষে ফেনী-৩ আসন
পোস্টাল ভোট নিবন্ধনে শীর্ষে ফেনী-৩ আসন
‘মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন’
প্রিজাইডিং কর্মকর্তাদের ডিসির কঠোর বার্তা ‘মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন’
বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই
বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই