ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পানিমাকুটি শাখার উদ্যোগে পশ্চিম পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাদেকুর রহমানের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সফল সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক মাহফুজুল হক সুমন, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক নাজমুল হাসানসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীদের আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার শেষে ১ নম্বর পানিমাছকুটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মো. আলা বকসকে সভাপতি, মো. এমদাদুল হক সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা





