বিএনপি-ই শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে : আনিসুর রহমান

বিগত দিনে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে বিএনপি কাজ করেছে বেশি। আগামীতে ক্ষমতায় এলে শ্রমিকবান্ধব সরকার হবে বিএনপি। আর ইমারত নির্মাণ শ্রমিকরাই হবে প্রধান শ্রমিক সংগঠন। এমনটাই বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদারীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “যাদের কঠোর পরিশ্রমে ইমারত নির্মাণ হয়, সেসব শ্রমিকরা থাকে অবহেলিত। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করেনি। আগামিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের শ্রম আর শক্তিকে কাজে লাগিয়ে তাদেরও ভাগ্যের উন্নয়ন করবেন। তাই শ্রমিকদের বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানাই।
মাদারীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনজুর হোসেন তালুকদারের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন দর্জি। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। সভা শেষে একটি আনন্দ র্যালি করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের কার্যকরী সভাপতি খোকন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. সেলিম মুন্সি প্রমুখ।
ভিওডি বাংলা-মহিবুল আহসান লিমন/জা





