আর্জেন্টিনা বছরের শেষ ম্যাচে মাঠে, খেলবেন মেসি

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কয়েক দিন আগেই। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে নজর দিয়েছে দলগুলো। গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নভেম্বর উইন্ডোতে আজ খেলবে একমাত্র ম্যাচটি। লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে অ্যাঙ্গোলার বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা।
শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ম্যাচ। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে প্রীতি ম্যাচটি, যা হতে যাচ্ছে লিওনেল মেসিদের বছরের শেষ আন্তর্জাতিক পরীক্ষা-একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে তাদের শেষ বড় ম্যাচ।

অক্টোবরের যুক্তরাষ্ট্র সফরে দুর্দান্ত ফর্মে ছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১–০ এবং পুয়ের্তো রিকোকে ৬–০ গোলে হারিয়ে অনুপ্রেরণা নিয়ে এসেছে দলটি। তবে আজকের ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না স্ক্যালোনির দল। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে বিশ্রাম দেওয়া হয়েছে। হাঁটুর চোটে থাকা এনজো ফার্নান্দেজও বাইরে।
এ ছাড়া জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা এবং জুলিয়ানো সিমিওনে বাধ্যতামূলক ইয়েলো ফিভার টিকা না নেওয়ায় দলে নেই। স্কোয়াডে চমক হিসেবে সুযোগ পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ও মাক্সিমো পেরোনে; ফিরেছেন ভ্যালেন্টিন বার্কো।
দেশের লিগে প্লে-অফ ও আন্তর্জাতিক কাপের টিকিট নির্ধারণের ব্যস্ততায় আর্জেন্টিনা লিগের খেলোয়াড়দের ডাকেননি স্ক্যালোনি। আজকের ম্যাচে ব্যবহার করা হবে আর্জেন্টিনার নতুন বিশ্বকাপ জার্সিও-যা সম্প্রতি উন্মোচিত হয়েছে।
স্পেনের এলচেতে সপ্তাহজুড়ে প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে ওপেন ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি সমর্থক। অন্যদিকে অ্যাঙ্গোলা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়েছে। ডি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে তারা। শীর্ষে ছিল কেপ ভার্দে (২৩) এবং দ্বিতীয় ছিল ক্যামেরুন (১৯)।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
জেরোনিমো রুলি; হুয়ান ফোইথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো/নিকোলাস পাজ; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা।
ভিওডি বাংলা/জা







