• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনৈক্য ও বিভেদ রাষ্ট্রকে বিপর্যয়ে ফেলবে: আ স ম রব

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১০ পি.এম.
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) -এর সভাপতি আ স ম আবদুর রব। ছবি-সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) -এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হলে তা রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। জাতির এই সন্ধিক্ষণে, রাজনৈতিক বাস্তবতায় অনৈক্য, বিভাজন, ও প্রতিদ্বন্দ্বিতা পরিহার করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সাংবিধানিক, রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তার সমন্বয় এবং সমঝোতা স্থাপন করা উচিত।

​জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ঐক্য ও সমঝোতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি। 

আ স ম রব বলেন, ​সব রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে হবে। জাতীয় সনদ বাস্তবায়ন কেবল একটি আদেশ জারিতেই সমাপ্তি নয়, বরং এর প্রতিটি ধাপে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, মুক্ত গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, যাতে সংবিধান সংস্কার ও জাতীয় সনদ রূপায়ণ কাঠামোগত ও কার্যকর হয়।

তিনি বলেন, ​এই সংস্কার বাস্তবায়ন হতে হবে জনগণের সম্মতি ও সমর্থনের ওপর নির্ভর করে। জনগণই হচ্ছে ইতিহাসের স্রষ্টা। নির্বাচন বা গণভোটে জনগণকে সবার উপরে স্থান দেওয়ার নীতি অনুসরণ এবং জনগণের কর্তৃত্বকে সম্মান করার মাধ্যমেই জাতীয় সনদ বাস্তবায়নের সংকট দূরীভূত হতে পারে। জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে যদি আমরা দলীয় অহং সর্বস্ব রাজনৈতিক খেলা চালিয়ে যাই, তবে দ্রুত সেই খেলায় বিভাজন, সংক্রমণ ও বিপর্যয় বাসা বাঁধবে; যা পরোক্ষে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিলুপ্ত করে দেবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নকে সামনে রেখে এখনকার জরুরি কাজ হলো দলীয় বিভাজন অতিক্রম করে জুলাই গণঅভ্যুত্থানের মূল অভিপ্রায় রাষ্ট্রকে ন্যায়, স্বচ্ছতা ও গণকর্তৃত্বের পথে পুনর্গঠন; এই ঐতিহাসিক প্রত্যয়ের প্রতি দায়বদ্ধ থাকা। শাসন কাঠামো রূপান্তরের যে প্রক্রিয়া জনগণ নিজের শক্তিতে শুরু করেছে, সেটাকে সফল পরিণতির দিকে এগিয়ে নিতে সব রাজনৈতিক শক্তিরই দায়িত্বশীল, সংযমী ও সমঝোতাপূর্ণ ভূমিকা পালন অপরিহার্য।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল
এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল
ভোট পেতে আওয়ামী তোষামোদে ব্যস্ত রাজনৈতিক দলগুলো: নুর
ভোট পেতে আওয়ামী তোষামোদে ব্যস্ত রাজনৈতিক দলগুলো: নুর
দুপুরে পুরান ঢাকায় ইশরাক হোসেনের নির্বাচনী গণমিছিল
দুপুরে পুরান ঢাকায় ইশরাক হোসেনের নির্বাচনী গণমিছিল