• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারী কাবাডি বিশ্বকাপ:

শেষ মুহূর্তে আর্জেন্টিনার নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
নারী কাবাডি বিশ্বকাপে অংশ নেবে ১২ দেশ-আর্জেন্টিনা শেষ মুহূর্তে সরে দাঁড়াল-ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকেই তারা আর্জেন্টিনার নাম প্রত্যাহারের তথ্য পেয়েছেন। তিনি বলেন, ‘স্বাগতিক হিসেবে আমরা স্থানীয় আবাসনসহ বিভিন্ন সুবিধা প্রদান করছি। যাতায়াতের দায়িত্ব আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের। নারী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে হয়তো আন্তর্জাতিক ফেডারেশন ও আর্জেন্টিনার মধ্যে কোনো বিষয় হয়েছে। এ ছাড়া আমাদের কাছে বাড়তি তথ্য নেই।’

আর্জেন্টিনা না আসায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে। ইতোমধ্যে জাঞ্জিবার দল ঢাকায় এসে পৌঁছেছে, আজ রাতে আসবে আরও দু’টি দেশ। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।

উল্লেখ্য, আর্জেন্টিনা নারী দল না এলেও কয়েক মাস আগে ফেডারেশনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে আর্জেন্টিনার পুরুষ কাবাডি দল বাংলাদেশ সফর করেছিল।

প্রথমে ১৫ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও নতুন বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর করা হয়েছে। মূল ভেন্যু পল্টনস্থ কাবাডি স্টেডিয়াম হলেও বিশ্বকাপের মূল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান শাহর শ্বশুরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
সালমান শাহর শ্বশুরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন কি?
মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন কি?