প্রশংসায় ভাসিয়ে ফিফা লিখেছে— ‘উড়ন্ত হামজা’

হামজা চৌধুরী মাঠে নামেন, সবার মন জয় করেন, তারপর জিততে না পারার কষ্টে মাঠ ছাড়েন। বাংলাদেশ জাতীয় দলে তিনি যেন ওয়ান ম্যান আর্মি। কেউ পাশে থাকুক বা না থাকুক, লড়াই তিনি জারি রাখেন। বৃহস্পতিবার রাতে যেমন পিছিয়ে পড়া বাংলাদেশকে সমতায় ফেরান দুর্দান্ত বাইসাইকেল কিকে, তেমনি পূর্ণতা আনেন বিচক্ষণ এক পেনাল্টি শটে।
সেই গোলের পর হামজার প্রশংসায় পঞ্চমুখ সবাই। একই ম্যাচে তিন মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলটি করেন হামজা। স্পটকিক থেকে তার করা গোলটি ছিল পানেনকা শট। এক ম্যাচে জোড়া ঝলক দেখান এই তারকা। এমন পারফরম্যান্সের পর কেবল বাংলাদেশি ভক্তরাই নয়, হামজার প্রশংসা করেছে ফিফাও।
ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার বাইসাইকেল কিকের মুহূর্তের দুটি ছবি পোস্ট করা হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ফিফা তাদের পোস্টে ক্যাপশন লিখেছে—‘উড়ন্ত হামজা।’
নেপাল ম্যাচের ৭৫ মিনিটে মাঠ ছাড়েন হামজা। তার পরিবর্তে মাঠে নামেন কিউবা মিচেল। বদলি হওয়াটা স্বাভাবিক ব্যাপার, তবে হামজা মাঠ ছেড়েছেন চোট পেয়ে। তাতে শঙ্কা তৈরি হয়, আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে হামজা খেলতে পারবেন কি না সেটি নিয়ে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবশ্য সব শঙ্কা উড়িয়ে দেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এই ম্যাচে হামজা ছাড়াও চোট পান জায়ান আহমেদ। দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনিও। তার বিষয়েও ইতিবাচক কাবরেরা।
বাংলাদেশ কোচ বলেন, ‘বড় কিছু নয়। মাংসপেশিতে কিছুটা চোট লেগেছে। তবে, তাদের (হামজা-জায়ানের) চোট গুরুতর নয়। এমন কিছু হয়নি যে তারা ভারত ম্যাচের আগে ঝুঁকিতে আছে। তাদের একটু বিশ্রাম দরকার। ভারত ম্যাচ তারা থাকছেন।’
ভিওডি বাংলা/ এমএম







