• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গ্রেপ্তার আসামিরা হলেন- মুজাহিদ (১৯), রিপন (৩৪), সাদ্দাম (১৯), সুমন (২৯), শরিফ (৩০), তৌসিফ হোসেন (২৪), আব্দুল আল মামুন (২২), রবিউল (২৪), আরাফাত হোসেন তুহিন (২৪), ইলিয়াস হোসেন মিরাজ (৩১), ডালিম ভুঁইয়া (৫০), ফুয়াদ (২৪), বন্ধন (২০), সামসাদ (২৫), ইকরাম তোতা (৫৫), ইমরান (৩৮), আজাদ (২৮), ফয়সাল (২৮), আরিফ হোসেন (৪৫), আক্তার হোসেন কাল্লু (৪৫), শাকিল শিকদার (২৫) ও মমিন (২৪)।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ ডিএমপির বিবৃতি, বিভ্রান্তিকর ভিডিও সম্পর্কে সতর্কতা
হঠাৎ ডিএমপির বিবৃতি, বিভ্রান্তিকর ভিডিও সম্পর্কে সতর্কতা
জুলাইয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সময় টিএসসিতে ২ ককটেল বিস্ফোরণ
জুলাইয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সময় টিএসসিতে ২ ককটেল বিস্ফোরণ
এবার ধোলাইপাড়ে বাসে আগুন
এবার ধোলাইপাড়ে বাসে আগুন