কসবায় কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আবু শামীম মোঃ আরিফ এবং সদস্য সচিব জিল্লুর রহমান এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কসবা উপজেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
শুক্রবার (১৪ই নভেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে জানানো হয়, কসবা উপজেলা কৃষকদল কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ জানান, অচিরেই কসবা উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষকদলের সংগঠনকে আরও শক্তিশালী করা হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ তথ্য গণমাধ্যমে প্রেরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আল-আমীন।
ভিওডি বাংলা/এম





