এনসিপির ১০১১টি মনোনয়ন ফরম বিক্রি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ৬ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “এ পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ সব শ্রেণি-পেশার মানুষ ফরম সংগ্রহ করছেন। মানুষের আগ্রহের কারণে ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা তিন হাজার ফরম বিক্রি।”
এদিকে দলটির মনোনয়ন প্রত্যাশীদের আবেদন জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত ১৩ নভেম্বরের বদলে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার দিনগত রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়।
যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে
১. অনলাইন আবেদন:
যে কেউ nomination.ncpbd.org–এ প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ ও জমা দিতে পারবেন।
২. অফলাইন আবেদন:
অফলাইনে ফরম সংগ্রহ করা যাবে দুইভাবে—
ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের ২য় তলা থেকে।
খ) এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে।
ভিওডি বাংলা/ আরিফ


