• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়া ৪ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত পৌণে ৭টার দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে ' আনছার প্রামাণিককে নমিনেশন, দিতে হবে দিয়ে দাও' স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি গোলচত্বর, বাসস্টান্ড, কলেজমোড় প্রদিক্ষণ করে সাড়ে ৭টার দিকে কুমারখালী হলবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনু্ষ্ঠিত হয়।

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাজাহান আলী মোল্লা ও দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কে এম রনি, কয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর মাঠে ছিলোনা। অথচ সুখে দুঃখে আনছার প্রামাণিক দলকে সুসংগঠিত করে রেখেছেন। কিন্তু দল আনছারকে মূল্যায়ন না করে মেহেদীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপির চরমভাবে হতাশ হয়েছে। কাজেই এই আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিতে হবে। না হলে কঠোর আন্দোলন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব
রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব
দেশপ্রেমিকরা কখনো দেশ ছেড়ে পালায় না: মিলন
দেশপ্রেমিকরা কখনো দেশ ছেড়ে পালায় না: মিলন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন