পোষা কুকুরের গুলিতে মালিক গুলিবিদ্ধ

কুকুরের গুলিতে আহত হলেন তার মালিক। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। সেই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি। এই তথ্য দিয়েছে শিলিংটন পুলিশ বিভাগ।
পুলিশ জানায়, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি রাত ১১:১৩ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হন। তিনি তার বন্দুক পরিষ্কার করছিলেন এবং সেটি বিছানায় রাখার পর বসেন। তখনই কুকুরটি লাফ দেয় এবং গুলি ছুটে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পায়। তখনো তার জ্ঞান ছিল। তিনি পুলিশকে বলেন যে ঘটনার আগে তিনি তার বন্দুক পরিষ্কার করছিলেন।
বন্দুকটি ছিল একটি শটগান। তিনি বন্দুকটি বিছানায় রাখেন। এরপর তিনি বিছানায় বসেন। তখন তার একটি কুকুর বিছানায় লাফ দেয়। এতেই ঘটে ঘটনাটা।
পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে ওই ব্যক্তি ও তার ছেলে ছাড়া আর কেউ ছিল না। বাড়িতে আরও দুটি কুকুর ছিল। ছেলেটি তখন ঘরে ছিল না।
পরে চিকিৎসাকর্মীরা এসে আহত মানুষটিকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায় যে তিনি হাসপাতালে পৌঁছানোর পরই ‘অস্ত্রোপচার করা হয়’।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তিনি জ্ঞান রেখে পুলিশের কাছে ঘটনার বিবরণ দেন। হাসপাতালে আনার পর অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বর্তমান অবস্থা স্থিতিশীল। পুলিশ দুর্ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে দেখছে এবং তদন্ত চলছে।
ভিওডি বাংলা/জা





