• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় আজ অস্বাস্থ্যকর বাতাস

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ০১:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য মেগাসিটির মতো দিন দিন বাড়ছে বায়ুদূষণ, আর দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা এই সমস্যার মুখোমুখি। সম্প্রতি বায়ুমানে সামান্য উন্নতি দেখা গেলেও, এয়ার কোয়ালিটি ইনডেক্স (IQAir) অনুযায়ী ঢাকা শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে এবং বিশ্বের পাঁচ নম্বরে অবস্থান করছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
 
বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে পরিস্থিতি বিপজ্জনক। পাকিস্তানের লাহোর দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে দূষণ স্কোর ২৫০, অর্থাৎ বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় রোদেলা দিনেও কুয়াশা, তীব্র শীত অব্যাহত
ঢাকায় রোদেলা দিনেও কুয়াশা, তীব্র শীত অব্যাহত
মাঘের আগেই হাড় কাঁপানো শীত
মাঘের আগেই হাড় কাঁপানো শীত
১০ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত
১০ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত