• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে জামানত ২০ হাজার টাকা পুনঃনির্ধারনের দাবি

নিজস্ব প্রতিবেদক    ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের নির্ধারিত জামানতের পরিমান ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনঃনির্ধারন করার দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।  

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এনপিপি'র ৭ম জাতীয় সম্মেলনে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দিয়ে শেখ ছালাউদ্দিন ছালু বলেন,  নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নাই। তাই আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এনপিপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এনপিপি এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গীমুক্ত, সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ তথা দেশ গঠন এনপিপির লক্ষ।

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জোটের শরীক দলগুলোকে নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করা এবং নির্বাচনে পোষ্টার নিষিদ্ধ করা সময়োপযোগী সিদ্ধান্ত। প্রবাসী ভোটারদের ভোট দানের ব্যবস্থা করায় রেমিটেন্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবী পূরন করেছে। 

এসময় নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের নির্ধারিত জামানতের পরিমান ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনঃ নির্ধারন করতে হবে।

উল্লেখ্য গত ২২ আক্টোবর এনপিপি'র ৭ম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ ছালাউদ্দিন ছালু তৃতীয় মেয়াদে চেয়ারম্যান ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মো: আনিসুর রহমান দেওয়ান মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলরগণ দলের চেয়ারম্যান ও মহাসচিবকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করার ক্ষমতা অর্পণ করেন। এরই ধারাবাহিকতায় আজ ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এনপিপি'র মহাসচিব মো: আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো:আব্দুল হাই মন্ডল, এনপিপি'র প্রেসিডিয়াম সদস্য মোঃ ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, শেখ আবুল কালাম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
এনসিপির ১০১১টি মনোনয়ন ফরম বিক্রি
এনসিপির ১০১১টি মনোনয়ন ফরম বিক্রি
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপির প্রতিনিধি দল
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপির প্রতিনিধি দল