• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেঘনায় বালু উত্তোলনে স্থানীয়দের বাধা, গুলিবিদ্ধ ৩

ভোলা প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধার মুখে পড়েন বালু উত্তোলনকারীরা। এসময় বালু উত্তোলনকারীদের ছররা গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে পুলিশের ও স্থানীয়দের সহযোগিতায় তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন, ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. শাজাহান মীর (৬৫), মো. আলী মৃধা (৫৫) ও মো. অপূর্ব (১৮)। তাদের মধ্যে শাহজাহানের পিঠে, মো. আলীর গালে ও অপূর্বের মাথার পেছনে ছররা গুলির আঘাত লেগেছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, বেশ কয়েকদিন ধরে কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা সংলগ্ন মেঘনা নদীতে একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়রা বারবার বাধা দিলেও তারা মানেননি। পরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শতাধিক মানুষ দুটি ট্রলার নিয়ে ওই ড্রেজারের কাছে গিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়। পরে স্পিডবোট নিয়ে ৬–৭ জন সন্ত্রাসী অস্ত্রসহ এসে তাদের ওপর ছররা গুলি বর্ষণ করেন। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

পরে তারা আহতদের নিয়ে তীরে ফিরে এলে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অভিযোগ, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী ও গুলি করা সন্ত্রাসীরা ভোলার একাধিক মামলার আসামি জামাল উদ্দিন সকেটের লোক। জামাল উদ্দিন সকেটের নির্দেশে এভাবে গুলি করা হয়েছে বলেও তাদের অভিযোগ।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে ফ্রি ভেটেরিনারী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
বাঁশখালীতে ফ্রি ভেটেরিনারী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২০ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২০ কেজি গাঁজা উদ্ধার
শিবচরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হান্নান মিয়ার গনসংযোগ
শিবচরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হান্নান মিয়ার গনসংযোগ