• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ ৩১ দফার লিফলেট বিতরণ

নীলফামারী প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৭:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীতে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এরপর নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে পঞ্চপুকু্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য রেদওয়ানুল‌ হক বাবু, আকবর হোসেন, আহমেদ হোসেন বাবু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাকিমুর রহমান চৌধুরী হিরু প্রমুখ।

এতে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে। তারা আরও বলেন, সদস্য সংগ্রহ অভিযান গণতন্ত্রচর্চা জোরদার ও জনগণকে সংগঠিত করার অংশ।

এসময় পঞ্চপুকু্র ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ডা. ফয়জুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সরকার শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল হক শাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম মোস্তফা শাহ ফকির রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিন রহমান, সাবেক ছাত্রনেতা কৃষিবিদ মোক্তার আলী সরকার মিথুন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম.এইচ মেনান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ
 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুমারখালীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জামায়াত নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ
জামায়াত নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই