• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে করিমগঞ্জ বাজারের মোরগ মহাল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। থানায় আনা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিজন ভ্যান আটকিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী।

একই রাতে জেলা শহরের কালীবাড়ী চত্বর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম বিলাশকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। তার বাড়ি জেলা পাকুন্দিয়া চন্ডিপাশা গ্রামে।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়েছে।

করিমগঞ্জের দুই নেতাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা থানা চত্বরে অবস্থান নিয়ে গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবি জানায়। প্রিজন ভ্যানে তোলার সময় তারা গাড়িতে হামলার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই দুজনকে জেলহাজতে পাঠানো হয়।

করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ ৩১ দফার লিফলেট বিতরণ
নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ ৩১ দফার লিফলেট বিতরণ