• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১০ পি.এম.
বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ও বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, আঞ্চলিক সম্মেলনে অংশ নিতেই নিরাপত্তা উপদেষ্টা ডাঃ খলিলুর রহমানের ভারত সফর। 

তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশ থেকেও প্রতিনিধিরা ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। আশা করি এর মাধ্যমে আঞ্চলিক একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ কারও বিরুদ্ধে যুদ্ধ নয়—বরং শান্তি ও সহাবস্থানের পথ খুঁজবে। এটি আঞ্চলিক শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।”

নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “গত ১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল। এবার মানুষ অধিক আগ্রহ নিয়ে নির্বাচনের অপেক্ষায় আছে।”

বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এতে নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দিনশেষে বিএনপিই বিজয়ী হবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।”

শনিবার দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুনী এলাকার কুমিল্লা–সিলেট মহাসড়কের পাশে অনুষ্ঠিত পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি কসবা পৌর মুক্তমঞ্চে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার
করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার
নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ ৩১ দফার লিফলেট বিতরণ
নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ ৩১ দফার লিফলেট বিতরণ