• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর ) সকাল ১০ টা থেকে  ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরকরা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।

আহতরা সরাইল উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজন আশংকাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । এনিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার  সকালে ফের উভয় পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া।  ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়, ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি বাড়িঘর।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত  পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুমারখালীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জামায়াত নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ
জামায়াত নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই