• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. বাচ্চু বিশ্বাস নামের এক ব্যবসায়ী। তিনি পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা শেখপাড়া গ্রামের মৃত বদর উদ্দিন বিশ্বাসের ছেলে এবং পাংশা উপজেলা বিএনপির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় সরিষা ইউনিয়নের প্রেমটিয়া বাজারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি সরিষা ইউনিয়নের মালপাড়া গ্রামের মো. আক্কাসের ছেলে কাবিলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বাচ্চু বিশ্বাস জানান, গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি সরিষা প্রেমটিয়া বিদ্যালয় মাঠে গেলে কাবিল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে খুন-জখমের হুমকিও দেওয়া হয়। ঘটনার পরদিন শনিবার সকালে নিরাপত্তার স্বার্থে তিনি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে তিনি অভিযুক্ত কাবিলকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ বিচার প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সরিষা-প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউর রহমান, সহকারী শিক্ষক আতাহার হোসেন ও রফিক উদ্দিন, প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি কিরন কুমার সেন, সহ-সভাপতি শ্যামল কুমার সিকদার, সরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এবং সরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদসহ অনেকে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাচ্চু বিশ্বাসের লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় জনতার সহায়তায় শনিবার বিকালে সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে অভিযুক্ত কাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার
করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার