• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈশ্বরদীতে বিএনপি কর্মীর উপর জামায়াত নেতার হামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে শামীম মহদলদার (৫০) নামে বিএনপির এক কর্মীকে মারধর, বসতবাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মহলদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শামীম মহলদার ওই গ্রামের মৃত সবুর মহলদারের ছেলে এবং বিএনপি'র সমর্থক।

আহত শামীম মহলদারের স্ত্রী দিনা বেগম বলেন, ঘটনার দিন দুপুরে জামায়াতের দুজন মহিলা কর্মী আমাদের বাড়িতে এসে ভোটার আইডি কার্ডের ফটোকপি চায়। ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে অসম্মতি জানালে তারা আমাদের বাজে ইঙ্গিত দিয়ে কথা বলেন। ভোটার আইডি কার্ড কেন দিতে হবে? আমার স্বামী এমন প্রশ্ন করলে ওই মহিলারা দ্রুত সটকে পড়েন।

এর কিছুক্ষণ পরেই ইদ্রিস সরদারের ছেলে স্থানীয় (৫নং ওয়ার্ড) জামায়াতের সাবেক সভাপতি সানাউল্লাহ, লুৎফর ফকিরের ছেলে (জামায়াতের সদস্য) সেন্টু ফকির ও মজনুর ছেলে (জামায়াত কর্মী) জিয়ার নেতৃত্বে ২০-২৫ জন মোটরসাইকেল যোগে এসে অতর্কিত ভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা আমার স্বামী শামীম মহালদারকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। আমার মনে হচ্ছে পরিকল্পিতভাবে জামায়াতের লোকেরা আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

এদিকে ঘটনার পরপরই আহত বিএনপি কর্মীর বাড়িতে যান উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল আলম বুদু সরদার, উপজেলা তাঁতি দলের সভাপতি নাফিজ আহম্মেদ আরিফ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ওমর শরীফ হানিফসহ অন্যরা।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পলাশ ফকির জানান, ২৪ ঘণ্টার আল্টিমেট দেওয়া হয়েছে। প্রশাসনিক এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা না নিলে বিএনপি নেতাকর্মীরা এর উচিত জবাব দেবে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন বিএনপি'র পক্ষ থেকে শুক্রবার বিকেলে সলিমপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

তবে এ বিষয়ে যোগাযোগ করেও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জামায়াতের মহিলা কর্মীরা গতকাল শুক্রবার বিকেলে সলিমপুর ইউনিয়নের মানিক নগরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম. আব্দুর নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর