• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘নির্বাচনের পক্ষে দেশে ব্যাপক ঐকমত্য বিরাজ করছে’ -ড. দেবপ্রিয় ভট্টাচার্য

রাজশাহী প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ১০:১০ এ.এম.
ড. দেবপ্রিয় ভট্টাচার্য -ছবি: সংগৃহীত

রাজশাহীতে অনুষ্ঠিত ‘নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগ’-এর আঞ্চলিক পরামর্শ সভায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে নির্বাচনের পক্ষে বড় ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে বেসামরিক আমলা, সামরিক প্রশাসন, পেশাজীবী সমাজ, ব্যবসায়ী গোষ্ঠী এবং তরুণ প্রজন্ম-সবাই সময়মতো নির্বাচন চায়।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমি এখনও বিশ্বাস করি নির্বাচন নির্ধারিত সময়েই হবে। কারণ নির্বাচন হওয়ার পক্ষের শক্তি এখন বাংলাদেশে সবচেয়ে বেশি। বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ তার সহযোগীরাও সময়মতো নির্বাচন চান।”

সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন ব্যবস্থার সংস্কার, সুশাসন, প্রার্থী নির্বাচন, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। তাদের প্রস্তাবগুলো পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর কাছে নাগরিক ইশতেহার হিসেবে দেওয়া হবে।

ড. দেবপ্রিয় বলেন, সংসদে যাদের প্রতিনিধিত্ব নেই-প্রতিবন্ধী, সমতলের আদিবাসীসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য উচ্চকক্ষে আসন নিশ্চিত করা উচিত। বৈষম্য মোকাবিলায় একটি বৈষম্যবিরোধী আইন প্রয়োজন বলেও তিনি মত দেন।

তিনি আরও বলেন, “নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ না গেলে দুর্নীতি কমানো সম্ভব নয়। জনগণের প্রতিনিধি হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের বাৎসরিক হিসাব দেওয়ার বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।”

রাজশাহীকে কেন্দ্র করে চারটি বড় সমস্যা চিহ্নিত হয়েছে-মরুকরণ, পদ্মা ও তিস্তার পানি সংকট, জ্বালানি-গ্যাস সমস্যা এবং যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা। পাশাপাশি শিল্পায়নের ঘাটতি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং সামাজিক-সাংস্কৃতিক নিরাপত্তা নিয়েও অংশগ্রহণকারীরা উদ্বেগ প্রকাশ করেন।

তাদের মতে, নিরাপত্তার প্রশ্নটি কেবল অর্থনৈতিক দিক নয়-বরং তা বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন, প্রশাসনের সক্ষমতা, রাজনৈতিক সদিচ্ছা ও সরকারের অভিপ্রায়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

সভায় উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের মানুষ ভোট দেবে না: আবদুল্লাহ তাহের
দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের মানুষ ভোট দেবে না: আবদুল্লাহ তাহের
গাজীপুরে চলন্ত বাসে আগুন
গাজীপুরে চলন্ত বাসে আগুন