• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশ হেফাজতে আসামির বক্তব্য ভাইরাল

রাজশাহী প্রতিনিধি    ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমানকে হত্যা ও তার মাকে হত্যাচেষ্টার মামলার আসামি লিমন মিয়ার (৩৪) পুলিশ হেফাজতে থাকা বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান শনিবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের সাময়িক বরখাস্ত করেন।

জানা গেছে, রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৭) হত্যা ও তার মা তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যাচেষ্টার ঘটনায় আটক হওয়া পুলিশ হেফাজতে থাকা লিমন মিয়ার (৩৪) বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তাদের রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার হওয়া চারজন হলেন-উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার। তারা নগরের রাজপাড়া থানায় কর্মরত ছিলেন।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান সাংবাদিকদের বলেন, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার কারণে এই চারজনকে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক। 

এর আগে, শনিবার দুপুরে আসামি লিমন মিয়াকে আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হত্যাকাণ্ডটি ঘটেছিল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায়। তাওসিফ নিহত হন, আর তার মা তাসমিন নাহার লুসী আহত হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সেলিমা রহমান
বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সেলিমা রহমান
সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
সিলেট শামসুদ্দিন হাসপাতালে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স
‘নির্বাচনের পক্ষে দেশে ব্যাপক ঐকমত্য বিরাজ করছে’ -ড. দেবপ্রিয় ভট্টাচার্য
‘নির্বাচনের পক্ষে দেশে ব্যাপক ঐকমত্য বিরাজ করছে’ -ড. দেবপ্রিয় ভট্টাচার্য