তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নোয়াখালী হবে সিঙ্গাপুর: ফখরুল

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, “আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর।”
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাটে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, দলের অনেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন, কিন্তু দল তাকে মনোনয়ন দিয়েছে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, নিজেকে নয়, তারেক রহমানের ধানের শীষকে ভোট দিন।
নির্বাচনী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই-মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে। কারও বাসায় মাছ-মাংস বা দধি দিতে হবে না। নির্বাচিত হলে আমার কাছে দেখা করতে কোনো মামা-খালুর দরকার পড়বে না।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি হিসেবে আবার প্রতিষ্ঠিত করুন।”
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, এবং কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।







