সরকারি রাস্তার উপর পাঁকা ঘর নির্মাণের অভিযোগ

তালা উপজেলার আটারই এলাকার সরকারী রাস্তার উপর পাঁকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় খায়রুল মোড়ল নামে জনৈক ব্যাক্তি অদৃশ্য ক্ষমতাবলে উর্ধ্বমূখী সম্প্রসারিত ভবনের ইতোমধ্যে একতলা ছাঁদ ঢালাই হয়েছে।
অভিযোগে জানানো হয়, উপজেলার আটারই গ্রামের মফেজ উদ্দিন মোড়লের ছেলে খায়রুল মোড়ল প্রায় ২ মাস আগে থেকে আটারই সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে জাতপুর বাজার অভিমূখে পীচের রাস্তা ও রহিমবক্স মোড়লের বাড়ি হতে ইমান আলী মোড়লের বাড়ি অভিমূখে ইটের সোলিং রাস্তার ত্রি-মোহনায় ঐ পাকা বাড়ি নির্মাণ করছেন।
অভিযোগের খবরে স্থানীয় সাংবাদিক ও পরে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের পক্ষে ঘটনাস্থলে পরিদর্শনে গেলে বাড়ির মালিক খায়রুলের স্ত্রী তাদের সাথে বরাবরই খারাপ আচারণ করেন।
এলাকাবাসী এ ব্যাপারে তদন্তপূর্বক জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভিওডি বাংলা/ এমএইচ







