• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লতিফ সিদ্দিকীর সঙ্গে আদালতে কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জামিনে কারামুক্তির পর আদালতে হাজিরা দিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তার সঙ্গে ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীও আদালতে আসেন।

রোববার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। 

এজন্য আগামি ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

এদিকে এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে হাজিরা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী রেজাউল করিম হিরণ।

তিনি বলেন, তার বয়স ৮৬ বছর। বিভিন্ন রোগে আক্রান্ত। আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার যে উপাদান থাকা দরকার তা রয়েছে। আবেদন মঞ্জুরের প্রার্থণা করছি। 

শুনানি নিয়ে আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে আইনজীবী রেজাউল করিম হিরণ সাংবাদিকদের বলেন, লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন। লতিফ সিদ্দিকী বয়স্ক, অসুস্থ মানুষ। তাকে আর আদালতে আসতে হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার মামলায় চিফ প্রসিকিউটরের সর্বোচ্চ সাজার দাবি
শেখ হাসিনার মামলায় চিফ প্রসিকিউটরের সর্বোচ্চ সাজার দাবি
মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর
মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর
আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে পুলিশ সদস্যের সাক্ষ্যগ্রহণ শুরু
আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে পুলিশ সদস্যের সাক্ষ্যগ্রহণ শুরু