• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৬৫ বছরের নায়কের সঙ্গে বড়পর্দায় ফিরছেন ‘মুন্নি'

বিনোদন ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
‘মুন্নি’ হর্ষালি- ছবি সংগৃহীত

‘বাজরাঙ্গি ভাইজান’-এ ছোট্ট পাকিস্তানি মেয়ে ‘মুন্নি’ চরিত্রে অভিনয় করে হৃদয় জয় করেছিলেন ২০১৫ সালের ব্লকবাস্টার বলিউড ছবি হর্ষালি মালহোত্রা। প্রায় এক দশক পর সেই হর্ষালি এবার দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে বড়পর্দায় ফিরছেন।

৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণ–এর আসন্ন ছবি ‘অখণ্ড ২’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে হর্ষালিকে। এটিই হতে যাচ্ছে তার তেলুগু ডেবিউ, আর এ খবর ইতোমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।

সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান প্রকাশ অনুষ্ঠানে বালকৃষ্ণের সঙ্গে হাজির ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

সামাজিক মাধ্যমে হর্ষালি জানান, বড়পর্দায় ফেরার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। ‘অখণ্ড ২’–এ তিনি ‘জনানি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যা গল্পে বড় মোড় এনে দিতে পারে বলে জানিয়েছে ছবির নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র।

হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘অখণ্ড ২’। ফলে হর্ষালির সামনে খুলে যাচ্ছে আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ। নতুন অধ্যায়ে তিনি কতটা সফল হন, তা এখন দেখার অপেক্ষা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেলুপি’-জুলাই জাগরণের চেতনা সমৃদ্ধ ছবি
‘দেলুপি’-জুলাই জাগরণের চেতনা সমৃদ্ধ ছবি
নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’
নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’
ফের বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা
ফের বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা