• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোক স্টুডিওতে রুনা লায়লার কালজয়ী গান আসছে

বিনোদন ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পি.এম.
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা -ছবি সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ছয় দশকের ক্যারিয়ারে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু ও ইংরেজিসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন। তার কালজয়ী গানগুলোর একটি ‘দমা দম মাস্ত কালান্দার’ এবার নতুন করে শোনা যাবে কোক স্টুডিও বাংলায়। 

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। 

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল-এই সিজনে গান গাইবেন রুনা লায়লা। যদিও কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নীরব থাকলেও গত বছর শিল্পী নিজেই তার অংশগ্রহণের খবর নিশ্চিত করেছিলেন, তবে গান সম্পর্কে কিছু জানাননি।

১৪ নভেম্বর প্রকাশিত টিজারের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটে, এবং ঘোষণা আসে-বুধবার সন্ধ্যায় পুরো গানটি মুক্তি পাবে। জানা গেছে, গানটির রেকর্ডিং অনেক আগেই সম্পন্ন হয়েছিল। তবে কোক স্টুডিও বাংলার কার্যক্রম প্রায় এক বছর স্থগিত থাকায় প্রকাশে দেরি হয়েছে।

দুই বছর আগে কলকাতার এক ঘরোয়া আসরে রুনা লায়লা গানটি পরিবেশন করেছিলেন কোক স্টুডিও টিমের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব, সুরকার শুভেন্দু দাস শুভসহ আরও অনেকে।

বিশেষ সংযোগ হলো-আগামীকাল রুনা লায়লার জন্মদিন। ধারণা করা হচ্ছে, কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনের ঠিক আগে গানটি প্রকাশ করা হচ্ছে। এটি কোক স্টুডিও বাংলার সিজন-৩ এর অষ্টম গান। এর আগে ২৪ অক্টোবর ‘ক্যাফে’ শিরোনামের গান প্রকাশিত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেলুপি’-জুলাই জাগরণের চেতনা সমৃদ্ধ ছবি
‘দেলুপি’-জুলাই জাগরণের চেতনা সমৃদ্ধ ছবি
নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’
নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’
ফের বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা
ফের বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা